Site icon Jamuna Television

মাদারীপুরে ৩৪ বাচ্চাসহ রাসেলস ভাইপার পিটিয়ে হত্যা

স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর:

মাদারীপুরের শিবচরে বাদাম ক্ষেত থেকে ৩৪টি বাচ্চাসহ একটি রাসেলস ভাইপার সাপ পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। শনিবার (২৭ জুন) দুপুরে জেলার শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের বিশাইমৃধা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের র কৃষক সাদেক আলী মুন্সি কয়েকজন দিনমজুরসহ বাড়ির পাশে বাদাম তুলতে যান। এ সময় ক্ষেতে একটি রাসেলস ভাইপার সাপ দেখতে পেয়ে তারা লাঠি দিয়ে সাপটিকে আঘাত করলে সাপটির পেট ফেটে যায়।

তারা আরও জানান, আঘাতের পর সাপটির পেট থেকে অসংখ্য বাচ্চা বের হয়ে আসে। পরে ৩৪টি বাচ্চাকেও পিটিয়ে মেরে ফেলে স্থানীয়রা।

/এএস

Exit mobile version