Site icon Jamuna Television

ভূমধ্যসাগরে মহড়া রাশিয়ার

ছবি: রয়টার্স

ভূমধ্যসাগরে মহড়া চালালো রাশিয়ার নৌবাহিনী। মিসাইল ক্রুজার দিয়ে চালানো হয় মহড়া। বৃহস্পতিবার (২৭ জুন) এ তথ্য জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর ডেকান হেরাল্ডের।

টেলিগ্রামে প্রকাশ করা হয় মহড়ার ভিডিওটি। দেশটির নৌবাহিনী জানায়, মূলত মহড়ায় সি ড্রোনের হামলা প্রতিহতে নিজেদের সক্ষমতা যাচাই করা হয়েছে।

এর আগে, গত সপ্তাহে কিউবায় আটলান্টিক মহাসাগরে সাবমেরিন নিয়ে মহড়া চালিয়েছে রুশ নৌবাহিনী। সমুদ্রে দেশটির এসব তৎপরতা পর্যবক্ষেণ করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

/এএম

Exit mobile version