Site icon Jamuna Television

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সাথে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ

ফাইল ছবি।

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

গাজীপুরে কালিয়াকৈরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এর ফলে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। ইতোমধ্যে ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

স্টেশন মাষ্টার হানিফ আলী বলেন, বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইলের মির্জাপুর এলাকা পাড় হয়। এরপর কিছুদূর এগিয়ে যাওয়ার পর মির্জাপুর রেলস্টেশন ও কালিয়াকৈর হাইটেক রেলস্টেশনের মাঝামাঝি জায়গায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

তিনি আরও বলেন, বিকল্প ইঞ্জিন পৌঁছালে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এদিকে ইঞ্জিন বিকলের ঘটনায় এই রুটে চলাচলকারী কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি করছে বলেও জানান তিনি।

/আরএইচ

Exit mobile version