Site icon Jamuna Television

শরণখোলায় আগুনে পুড়ে ছাই ২০ দোকান, অবশেষে বৃষ্টি

বাগেরহাটের শরণখোলায় রায়েন্দা পাঁচ রাস্তা মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ জুন) রাত ১০টার দিকে লাগা আগুনে বাজারের মুদি, মিষ্টি, ওষুধের দোকানসহ কমপক্ষে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়দের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে রাত ১১টার দিকে বৃষ্টি শুরু হলে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে পাঁচ রাস্তা মোড়ের একটি মিষ্টির দোকান থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

শরণখোলা ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, স্থানীয়দের সহযোগিতা এবং সময়মতো বৃষ্টি হওয়ায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের উৎস এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা সম্ভব হয়নি।

/এএম

Exit mobile version