Site icon Jamuna Television

ইরানে আজ প্রেসিডেন্ট নির্বাচন

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ আজ। শুক্রবার (২৮ জুন) স্থানীয় সময় সকাল আটটায় শুরু হবে ভোটাভুটি, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। খবর আরব নিউজের।

এরইমধ্যে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন দুজন। আমির হোসেন হাশেমি ও আলি রেজা জাকিনি ভোটাভুটি শুরু হওয়ার একদিন আগে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এখন লড়াই হবে বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান ও বর্তমান স্পিকার বাঘের কালিবাফ, পারমাণবিক মধ্যস্ততাকারী দলের প্রধান সাইদ জালিলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পুর মোহাম্মদি ও সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান– এ চার নেতার মধ্যে। এদের মধ্যে বাঘের কালিবাফ ও সাইদ জালিলি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

প্রসঙ্গত, গত ১৯ মে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকা জোলফায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পূর্ব আজারবাইজানের গভর্নরসহ অনেকে। রইসির মৃত্যুতে তার স্থলাভিষিক্ত হতেই আজ আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেশটিতে।

/এএম

Exit mobile version