Site icon Jamuna Television

৫টি স্যুটকেসে ভরে পাচার হয় খাশোগির মরদেহ

হত্যার পর সাংবাদিক জামাল খাশোগির মরদেহ ৫টি স্যুটকেসে ভরে সৌদি কনস্যুলেটের বাইরে পাচার করা হয়েছে। রোববার, তুরস্কের সাবাহ্ নিউজ জানায় এ চাঞ্চল্যকর তথ্য।

নাম প্রকাশে অনিচ্ছুক কনস্যুলেটের এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করা হয়। আরও বলা হয়, পাশেই কনস্যুলারের বাসভবনে নেয়া হয় স্যুটকেসগুলো। পুরো প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন- ১৫ জনের হিট স্কোয়াডের তিন সদস্য। এদের মাঝে, যুবরাজের অন্যতম মিত্র হিসেবে পরিচিত মাহের মুতরেব।

এছাড়া, সৌদি আরবের বিজ্ঞান ও ফরেনসিক পরিষদের প্রধান সালাহ তুবেইগি এবং দেশটির রয়েল গার্ডের লেফটেন্যান্ট তার-আল-হারবি’কে চিহ্নিত করেছে তুর্কি পুলিশ। কনস্যুলেটের সিসিটিভি’র ফুটেজ থেকেও মিলেছে এধরনের আভাস।

এদিকে, আন্তর্জাতিক দোষারোপ থেকে অব্যাহতির জন্য সালমান প্রশাসনকে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন সৌদি ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল।

Exit mobile version