Site icon Jamuna Television

বাগেরহাটে ট্রলারডুবির পরদিন নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

বাগেরহাট করেসপনডেন্ট:

বাগেরহাটের মোংলা-ঘাষিয়াখালী নৌ ক্যানেলের জয়খাঁ এলাকায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ জেলে মহিদুল শেখের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুন) সকালে ক্যানেলের পশ্চিম পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মারা যাওয়া মহিদুল শেখ জেলে মহিদুল শেখ (২৫) সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের রশিদ শেখের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার কয়েকটি ট্রলার নিয়ে রামপাল ও মোংলা এলাকায় নিখোঁজ মহিদুলের সন্ধান চালানো হয়। এ সময় মোংলা-ঘাষিয়াখালী নৌ ক্যানেলে মরদেহটি ভাসতে দেখা যায়। পরে নৌ-পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে।

মোংলা নৌ-পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম বলেন, নিহতের ভাই মরদেহের পরিচয় শনাক্ত করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাটে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৭ জুন) ভোর ৪টার দিকে মোংলা-ঘাষিয়াখালী নৌ-ক্যানেলের জয়খাঁ এলাকায় একটি জাহাজের পাখার সাথে দড়ি পেঁচিয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা জেলে তারিকুল সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন মহিদুল শেখ। পরে নিখোঁজের সন্ধানে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালায়।

/আরএইচ

Exit mobile version