Site icon Jamuna Television

কুষ্টিয়ায় ‘গোলাগুলিতে’ একজন নিহত

কুষ্টিয়ার ভেড়ামারায় এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, মাদকব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছে রতন। চাঁদগ্রাম এলাকায় রোববার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদল মাদক ব্যাবসায়ীর মধ্যে গোলাগুলি চলছে এমন খবরে সেখানে অভিযান চালায় তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে তারা। পরে গুলিবিদ্ধ রতন নামে একজনকে গুলিবিদ্ধ অবস্তায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রতন আলী চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে দাবি তাদের।

Exit mobile version