Site icon Jamuna Television

বিখ্যাত লেখক ফ্রানৎস কাফকার লেখা চিঠি ১শ’ বছর পর নিলামে

ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের বিখ্যাত লেখক ফ্রানৎস কাফকার একটি চিঠি নিলামে তোলা হচ্ছে। এই চিঠিটি তিনি তার প্রিয় বন্ধুকে লিখেছিলেন। ধারণা করা হচ্ছে, চিঠিটির নিলামে দাম হাঁকানো হচ্ছে ১ লাখ ১৪ হাজার মার্কিন ডলার। এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বন্ধুকে চিঠিতে বলেছেন যে তিনি আর লিখতে পারবেন না। কাফকার জন্ম ৩ জুলাই, ১৮৮৩ সালে চেক প্রজাতন্ত্রের প্রাগ শহরে। তখন নাম ছিল বোহেমিয়া। অঞ্চলটি তখন অস্ট্রিয়া-হাঙ্গেরির অন্তর্ভুক্ত ছিল। তিনি মৃত্যুবরণ করেন ৩ জুন, ১৯২৪ সালে অস্ট্রিয়ার কিয়ারলিংয়ে। মূলত, তার মৃত্যুর ১শ’ বছর পর নিলামে দেয়া হচ্ছে।

বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ লেখক ছিলেন কাফকা। যিনি “দ্য ট্রায়াল” ও “দ্য মেটামরফোসিস” এর মতো লেখার জন্য পরিচিত। তিনি অস্ট্রিয়ান কবি এবং প্রকাশক আলবার্ট এহরেনস্টাইনকে চিঠিটি লিখেছিলেন।

/এআই

Exit mobile version