Site icon Jamuna Television

পটুয়াখালীতে সোয়া ২ কোটি টাকার নিষিদ্ধ বিয়ারের ক্যানসহ আটক ৩

স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালীতে ২৬ হাজার ৮ শ’ ৮০ পিস অবৈধ চাইনিজ বিয়ারের ক্যান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের সদস্যরা। এ সময় ৩ জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৮ জুন) ভোরে পটুয়াখালী টোল প্লাজা থেকে একটি কাভার্ডভ্যানসহ এসব মাদক জব্দ করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, বাসিরুল ইসলাম (২৮), মেহেদী হাসান রাব্বি (২৩) ও রুবেল মুন্সী (২৭)। এরমধ্যে বাসিরুল ও মেহেদী পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারী চাইনিজ প্রতিষ্ঠান ওরিয়েন্টাল পার্লে বিভিন্ন পদে কর্মরত এবং গ্রেফতারকৃত অপরজন রুবেল মুন্সী ওই কাভার্ডভ্যানের চালক। 

জানা গেছে, প্রতিটি ক্যানে ৩৩০ এমএল করে মোট বিয়ারের সংখ্যা ৮ হাজার ৮শ’ ৭০ লিটার। জব্দকৃত এসব অবৈধ বিয়ারের বাজার মূল্য আনুমানিক ২ কোটি ১৫ লক্ষ ৪ হাজার টাকা। 

পটুয়াখালী মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে, চায়না থেকে নৌপথে এসব মাদক পায়রা বন্দর হয়ে কলাপাড়ায় আসে। এখান থেকে ঢাকায় পাচারকালে জব্দ করা হয়। স্বাধীনতার পরে বরিশাল বিভাগে অবৈধ বিয়ার জব্দের এটাই সবেচেয়ে বড় চালান বলে জানান এই কর্মকর্তা।

/এমএইচ

Exit mobile version