Site icon Jamuna Television

অনুশীলনে ফিরলেন রুডিগার, স্বস্তিতে জার্মান শিবির

জার্মান দলে রক্ষণভাগের বড় ভরসার নাম আন্টোনিও রুডিগার। তবে তার চোট শঙ্কায় ফেলেছিল ডিম্যানশিফট শিবিরে। তবে সেই শঙ্কা অনেকটাই দূর হয়ে গেছে। কেটে গেছে অনিশ্চয়তা। নকআউট পর্ব শুরুর আগের দিন অনুশীলনে ফিরেছেন রিয়াল মাদ্রিদ তারকা। এতে ‘রাউন্ড অব সিক্সটিন’ লড়াইয়ের আগে আরও উজ্জীবিত নাগলসম্যানের দল।

উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চলতি আসরে দারুণ ছন্দে রয়েছে স্বাগতিকরা। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে সবার আগে পরের ধাপে ওঠা নিশ্চিত করে তারা। শেষ ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুতে গোল খেয়ে পড়ে যায় হারের শঙ্কায়; তবে শেষ সময়ে গোল করে গ্রুপ সেরা হয় তারা। নকআউট পর্বে কোয়ার্টারে যাওয়ার লড়াইয়ে শনিবার (২৯ জুন) ডেনমার্কের মুখোমুখি হবে তারা।

নকআউট পরীক্ষায় নামার আগে জার্মান শিবিরে একমাত্র আশঙ্কা ছিল রুডিগারের চোট শঙ্কা নিয়ে। শেষ ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ ড্র ম্যাচেই তার ঊরুর সমস্যা নিয়ে দুর্ভাবনার জন্ম। সেদিন অবশ্য পুরো ম্যাচেই খেলেন এই সেন্টার-ব্যাক। তবে যা একটু চিন্তার জায়গা ছিল, তাও শেষ হয়ে গেছে শুক্রবার সকালের অনুশীলনে তার যোগ দেওয়ায়।

উল্লেখ্য, আসছে এই লড়াইয়ের বিজয়ী দল কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও জর্জিয়ার মধ্যে ম্যাচের বিজয়ীর সঙ্গে।

/এমএইচআর

Exit mobile version