Site icon Jamuna Television

লালমনিরহাটে বিদ্যুৎপৃষ্টে কলেজ শিক্ষকের মৃত্যু

প্রতীকী ছবি।

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামছুল হক (২৮) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) বিকেলে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষক ওই এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে। তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ছিলেন।

চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য দিনোবন্ধু রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। উত্তর বালাপাড়া এলাকার বাসিন্দা দুলু জানান, নিহত শিক্ষক সামছুল হকের মা বাড়ির উঠানে বাঁশের কাবারি (ফালি) রেখেছিলেন। সেই কাবারি বাড়ির পিছন পাশে রেখে আসতে যান তিনি। তখন কাবারির সাথে লেগে থাকা বিদ্যুতের ছিঁড়ে যাওয়া তার লাগায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে এলাকার লোকজন মেইনসুইচ বন্ধ করে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই মারা যান তিনি।

/এমএইচআর

Exit mobile version