Site icon Jamuna Television

চট্টগ্রামে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, বহু হতাহতের শঙ্কা

চট্টগ্রামের ফকিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে স্টারলাইন নামের একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে একজন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

শনিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে ফৌজদারহাটের ফকিরহাট এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই বাসটি ফেনির দিকে যাচ্ছিলো। হঠাৎ কোনো কারণে ব্রেক চাপেন চালক। রাস্তা পিচ্ছিল থাকার ফলে এ সময় গাড়িটি উল্টে যায়। অনেকে আবার বলছেন, গাড়িটির গতি বেশি ছিল, যার কারণে ব্রেক ধরতে পারেননি চালক। স্থানীয়দের মধ্যে কয়েকজন বিকট শব্দে চাকা ফাটার আওয়াজ পেয়েছেন বলেও জানা গেছে। তবে, ঠিক কী কারণে গাড়িটি এভাবে সড়কে উল্টে গেলো সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের মবিলাইজিং অফিসার (এমও) জানান, সকাল ৯টা ৫মিনিটে আমরা নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস মহাসড়কে উল্টে যাওয়া খবর পাই। খবর পাওয়া মাত্রই উদ্ধারে যায় ফায়ার সার্ভিসের রেসকিউ টিম। তারা কাজ চালিয়ে যাচ্ছে। একজন ঘটনাস্থলেই মারা গেছে। আহতদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসটির চালক পলাতক রয়েছেন।

/এমএইচ

Exit mobile version