Site icon Jamuna Television

আসিয়া বিবির ফাঁসির দাবিতে এখনও উত্তপ্ত পাকিস্তান

ব্লাসফেমি আইনে অভিযুক্ত আসিয়া বিবির ফাঁসির দাবিতে এখনও উত্তপ্ত পাকিস্তান। রোববার বিক্ষোভে অংশ নিয়েছে ইসলামপন্থি দলগুলোর হাজার হাজার কর্মী সমর্থক।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসিয়া বিবিকে মুক্তি দেয়া আদালতের রায় পুনর্বিবেচনার দাবি করছে আন্দোলনকারীরা। এছাড়া আসিয়ার দেশ ছাড়ায় নিষেধাজ্ঞার দাবিও করছে তারা। গত বুধবার আসিয়া বিবির মৃত্যুদণ্ডের রায় বাতিল করে দেশটির সুপ্রিম কোর্ট। রায়ের পর পাকিস্তানের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক অবরোধ করে ইসলামপন্থী দল টিএলপি।

শনিবার সরকারের সাথে সমঝোতার পর অবরোধ তুলে নিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় তারা। তবে অন্যান্য কট্টরপন্থি দলগুলো আন্দোলন চালিয়ে যাচ্ছে এখনও। বিক্ষোভরত জামায়াত-ই ইসলাম দাবি করেছে, সরকার কেবল একটি দলের সাথে সমঝোতায় পৌঁছেছে। তাই বাকিদের আন্দোলন চলবে।

Exit mobile version