Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকা দলকে শুভেচ্ছা ও শুভকামনা জানালেন প্রেসিডেন্ট রামফোসা

গত ২৬ বছরে আইসিসি ইভেন্টের ফাইনালে খেলেনি দক্ষিণ আফ্রিকা। এবারই প্রথম ‘টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪’ আসরের ফাইনালে দলটি। তাই শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামফোসা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা লিখেছেন, সকল সাউথ আফ্রিকানদের পক্ষ থেকে আমি কামনা করছি, শনিবারের ফাইনালে ভারতের বিপক্ষে দারুণ কিছু হবে।’

তিনি আরও লিখেন, ‘ব্যাট ও বল দিয়ে দেশের পতাকার প্রতিনিধিত্ব করার মুহূর্ত দেখার জন্য আমরা মুখিয়ে আছি। আশা করছি ভালো খেলবে।’

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার একটি আইসিসি টুর্নামেন্টের শিরোপা আছে। সেই টুর্নামেন্ট আয়োজন করেছিলো বাংলাদেশ। ১৯৯৮ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (তখন এই টুর্নামেন্টের নাম ছিল আইসিসি নকআউট টুর্নামেন্ট) জিতেছিলো প্রোটিয়ারা।

/এআই

Exit mobile version