Site icon Jamuna Television

কাতারের সাথে যোগসাজেশ: বাহরাইনের বিরোধী নেতাকে যাবজ্জীবন

বাহরাইনে গুপ্তচরবৃত্তির দায়ে বিরোধী নেতা শেখ আলি সালমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। রোববার দেশটির সর্বোচ্চ আপিল আদালতে দেয়া হয়েছে এ রায়।

২০১১ সালের “আরব বসন্ত” আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ছিলেন সালমান। কাতারের সাথে যোগসাজশে সরকার বিরোধী আন্দোলন উস্কে দেয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

গত জুনে এই মামলায় সালমানকে খালাস করে দিয়েছিল নিম্ন আদালত। রায়ের বিরুদ্ধে সরকারের আপিলের পক্ষে রায় দিল আপিল আদালত। উপসাগরীয় দেশটির রাজনীতিতে সবচেয়ে বড় বিরোধী দল আল-ওয়েফাকের শীর্ষ নেতা ছিলেন সালমান।

২০১৫ সাল থেকেই কারাগারে আছেন এই শিয়া নেতা। ২০১৬ সালে নিষিদ্ধ ঘোষিত হয় তার দল। সালমান ছাড়া তার আরও দুই সহযোগীকেও দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।

Exit mobile version