Site icon Jamuna Television

ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান

২০০৮ সালে ‘‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে জগতে পা রাখেন অভিনেত্রী হিনা খান। এরপরই দর্শকদের হৃদয়ে স্থান করে নেন তিনি। তবে হিনা খানের ভক্তদের জন্য রয়েছে দুঃসংবাদ। স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। শনিবার (২৯ জুন) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ওঠে, ক্যানসারে আক্রান্ত হয়েছেন হিনা খান। তবে এ নিয়ে নীরব ছিলেন তিনি। এরইমধ্যে, শুক্রবার ইনস্টাগ্রাম পোস্টে গুঞ্জনকে ‘সত্য’ বলে জানান হিনা খান।

হিনা খান ইনস্টাগ্রাম পোস্টে বলেন, ‘‘চলমান গুঞ্জন আমার নজরে এসেছে। যারা আমার ভক্ত, যারা আমাকে ভালোবাসাসেন সবার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ খবর ভাগ করে নিচ্ছি। আমার ব্রেস্ট ক্যানসার শনাক্ত হয়েছে, এখন স্টেজ-৩ তে রয়েছে। চ্যালেঞ্জিং একটি রোগ শনাক্ত হওয়ার পরও বলছি, আমি ভালো আছি। ক্যানসার মুক্ত হওয়ার বিষয়ে আমি আত্মবিশ্বাসী। এরই মধ্যে আমার চিকিৎসা শুরু হয়েছে। ক্যানসার মুক্ত হওয়ার জন্য যা যা করণীয় তা করার জন্যও আমি প্রস্তুত।’’

Exit mobile version