Site icon Jamuna Television

দ্বন্দ্ব-সংঘাতের ওপর দাঁড়িয়ে আছে রাজনীতি: তথ্য প্রতিমন্ত্রী

রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা ও ভিন্নমত থাকা প্রয়োজন। তবে প্রতিদ্বন্দ্বিতা-প্রতিযোগিতা ইতিবাচক হতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। বললেন, বাংলাদেশের রাজনীতি দ্বন্দ্ব-সংঘাতের ওপর দাঁড়িয়ে আছে।

শনিবার (২৯ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্সে ‘পিস অ্যাম্বাসেডর জাতীয় সম্মেলনে’ এ কথা বলেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, যেকোনো বিষয়ের তথ্যভিত্তিক সত্যতা নিশ্চিত করতে হবে। সত্য নিরপেক্ষ হয় না। সত্য কারও পক্ষে বা বিপক্ষে যেতে পারে। তাই সত্য যেদিকে যাবে, সেটি মেনে নিতে হবে।

এই সম্মেলনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টরাল সিস্টেমস-এর অংশীদারিত্বে স্থানীয় নেতারা তাদের অনুপ্রেরণামূলক গল্প ও অভিজ্ঞতা তুলে ধরেন।

/আরএইচ

Exit mobile version