Site icon Jamuna Television

বিশ্বকাপের মেগা ফাইনালে হানা দিতে পারে বৃষ্টি

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। ১১ বছরের শিরোপা ঘোচানোর অপেক্ষায় ভারত, অন্যদিকে প্রোটিয়াদের অপেক্ষা প্রথম বিশ্বকাপ জেতার। আসরের দুই অপরাজিত দল ভারত ও দক্ষিণ আফ্রিকা নামছে এই মহারণে ।

কিন্তু এই মহারণে বাধ সাধতে পারে বার্বাডোসের বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ফাইনাল ম্যাচেও দেখা যেতে পারে এই চিত্র। আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকু ওয়েদারের তথ্য অনুযায়ী, এসময় আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ৫০ শতাংশ। পূর্ব দিক থেকে ৩০-৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে হওয়া হাওয়ার সম্ভবনা রয়েছে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে তথ্য অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা থেকেই বার্বাডোসে বৃষ্টি শুরু হয়েছে। অব্যাহত ছিল মধ্যরাত পর্যন্ত। এর আগে, বৃষ্টির কারণে ইংল্যান্ড-ভারতের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচও বারবার বিঘ্নিত হয়েছিলো।

নিয়ম অনুযায়ী, বৃষ্টিতে প্রথম দিন খেলা না হলে রিজার্ভ ডে’তে গড়াবে ফাইনাল ম্যাচ। সেদিনও খেলা পরিত্যক্ত হলে দু’দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

/ওয়াইবি/এমএইচআর

Exit mobile version