Site icon Jamuna Television

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৬০ রোগী

ফাইল ছবি

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় আরও ৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়নি কারও। শনিবার (২৯ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে ৩০ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে চট্টগ্রাম বিভাগে ১৮ জন, ঢাকা বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৪ জন এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগে ১ জন করে রোগী ভর্তি হয়েছেন। দেশের বিভিন্ন হাসপাতালে শনিবার সকাল পর্যন্ত ১৭৮ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ১০১ জন এবং ঢাকার বাইরে ৭৭ জন ভর্তি ছিলেন।

প্রসঙ্গত, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ হাজার ৬০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৩ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী। এদের মধ্যে ২৩ জন নারী ও ১৯ জন পুরুষ।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

/আরএইচ

Exit mobile version