Site icon Jamuna Television

আবার ক্ষমতায় গেলে নৌবাহিনীকে আরও শক্তিশালী করা হবে: প্রধানমন্ত্রী

আবার ক্ষমতায় গেলে নৌবাহিনীকে আরও শক্তিশালী করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুরে নৌবাহিনীর নতুন ঘাঁটি বিএনএস শেখ মুজিব এর কমিশনিং, ২২টি বহুতল ভবনের উদ্বোধন, ও বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করার লক্ষ্যে সেনা, নৌ ও বিমান বাহিনীকে বিদেশে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করে দেয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তি সম্পন্ন সরঞ্জাম দিয়ে সুসজ্জিত করার প্রয়াস অব্যাহত রেখেছে সরকার।

অনুষ্ঠানে সমুদ্র অর্থনীতির বিশাল কর্মযজ্ঞকে নিরাপত্তা দিতে নৌবাহিনী চলমান ভূমিকা অব্যাহত রাখবে বলে আশাবাদ জানান প্রধানমন্ত্রী।

Exit mobile version