Site icon Jamuna Television

ফ্রান্সে প্রথম দফার পার্লামেন্ট নির্বাচন আজ

ফ্রান্সে প্রথম দফার পার্লামেন্ট নির্বাচন আজ। ইতোমধ্যে প্রার্থীরা স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতেই টানা তিন-সপ্তাহের প্রচার শেষ করেছেন। আজ রোববার (৩০ জুন) প্রথম দফা ভোটগ্রহণের দিন। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

স্থানীয় সময় রোববার সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। ফ্রান্সে পার্লামেন্টের ন্যাশনাল অ্যাসেম্বলির ৫৭৭টি আসনের জন্য দুই দফায় ভোট হয়ে থাকে। এক সপ্তাহ পর আগামী ৭ জুলাই দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে। দেশটিতে এবার ভোটার সংখ্যা প্রায় ৪ কোটি ৯০ লাখ। 

এদিকে বিভিন্ন জরিপে দেখা গেছে, এবার অতি ডানপন্থি রাজনীতিবিদ মেরিন লে পেন এবং জর্ডান বারডেলার দল ন্যাশনাল র‍্যালি (আরএন) বেশ এগিয়ে রয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনেও ফ্রান্সে জয়ী হয়েছে মেরিন ও জর্ডানের দল আরএন। এবারের নির্বাচনে আরএন ৩৫ থেকে ৩৭ শতাংশ ভোট পেতে পারে বলে উঠে এসেছে জরিপে।

অন্যদিকে, ফ্রান্সের ক্ষমতাসীন ইমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থি জোট পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে এবার অর্ধেকের বেশি আসন হারাতে পারে। জরিপে দেখা গেছে, তাদের জোট ২০ থেকে ২১ শতাংশ ভোট পেতে পারে।

যদি জরিপের ফলাফল মিলে যায়, তাহলে ফ্রান্সে এবার ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

/এআই

Exit mobile version