Site icon Jamuna Television

সমাবেশের প্রস্তুতি দেখতে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি নেতারা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল মঙ্গলবার সমাবেশের প্রস্তুতি দেখতে উদ্যানে গিয়েছেন বিএনপি নেতারা। আজ দুপুরে নেতারা উদ্যানের বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে দেখেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ, সহ সাংগাঠনিক সম্পাদক আবদুস সালামসহ আরও অনেকে।

এরআগে সমাবেশ করার অনুমতি পায় জাতীয় ঐক্যফ্রন্ট। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জাতীয় ঐক্যফ্রন্টকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। যমুনা টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী।

এর আগে জনসভার অনুমতি চাইতে বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি কমিশনারের কার্যালয়ে যায় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।

Exit mobile version