Site icon Jamuna Television

শরীয়তপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূর মৃত্যু

শরীয়তপুর করেসপন্ডেন্ট:

শরীয়তপুরে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিপ্রা রানী (২৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুন) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিপ্রা রানী ভেদরগঞ্জ উপজেলার ছঁয়গাও ইউনিয়নের সিংগাচুড়া এলাকার তপন হালদারের স্ত্রী।

নিহতের পরিবার জানায়, শুক্রবার (২৮ জুন) স্বামী তপন হালদারের সাথে কালকিনি উপজেলায় ননদের বাড়ি বেড়াতে গিয়েছিলেন শিপ্রা। শনিবার (২৯ জুন) দুপুরে সেখান থেকে ফেরার পথে আংগারিয়া ইউনিয়নের মোল্লা বাড়ি এলাকায় অসাবধানতাবসত মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যায় শিপ্রা। এতে গুরুতর আহত হন তিনি। পড়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল বলেন, শিপ্রা সদর উপজেলার আংগারিয়া এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছিলেন। পরে ঢাকা মেডিকেলে বসে তার মৃত্যু হয় বলে জানতে পেরেছি। বিষয়টি দুঃখজনক।

/আরএইচ

Exit mobile version