Site icon Jamuna Television

ইউক্রেনজুড়ে রাশিয়ার সিরিজ হামলা, নিহত ১২

ছবি: সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টে ব্যাপক অভিযান চালিয়েছে রাশিয়া। শনিবারের (২৯ জুন) সিরিজ হামলায় সেখানে মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ জনের। নিহতদের মধ্যে চারজন শিশু। প্রাণহানি আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খবর, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জাপোরিঝিয়ার কাছাকাছি ভিলনিয়ানস্কে চালানো হয় ভয়াবহ হামলা। অঞ্চলটিতে মৃত্যু হয়েছে দুই শিশুসহ সাতজনের। আহত হয়েছে আরও ১৮ জন। কিয়েভের দাবি, কোনো সামরিক স্থাপনা না থাকলেও আবাসিক এলাকা লক্ষ্য করে চালানো হয়েছে হামলা। দোনেৎস্কে ২৪ ঘণ্টায় ১৩ দফা হামলা হয়েছে আবাসিক এলাকায় এমন অভিযোগ জেলেনস্কি প্রশাসনের। এ পরিস্থিতিতে পশ্চিমাদের প্রতি অস্ত্র সরবরাহ তরান্বিত করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

অপরদিকে মস্কোর হামলার পাল্টা জবাব দিচ্ছে কিয়েভও। রাশিয়ার কুরস্ক অঞ্চলে দেশটির হামলায় দুই শিশুসহ মৃত্যু হয় ৫ জনের।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর টানা ৮৫৬ দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত নেই কোনো লক্ষণ । উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

/এমএইচআর 

Exit mobile version