Site icon Jamuna Television

মারা গেছেন বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফা

বিএনপি নেতা নাদিম মোস্তফা। ছবি : সংগৃহীত।

সাবেক সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফা মারা গেছেন। রোববার (৩০ জুন) দুপুর ১২টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুলশানের বাসায় দুপুর পৌনে ১২টায় অজ্ঞান হয়ে পড়েন নাদিম মোস্তফা। এ সময় তাকে হাসপাতালে নেয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাদিম মোস্তফা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে রাজশাহী-৪ (বাগমারা) আসন থেকে ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসন থেকে পরাজিত হয়েছিলেন তিনি।

/এমএইচ

Exit mobile version