Site icon Jamuna Television

ঐক্যফ্রন্টে যোগ দিলেন কাদের সিদ্দিকী

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লিগের চেয়ারম্যান বঙ্গবীর কাদের সিদ্দিকী। আজ সোমবার দুপুরে মতিঝিলে এক অনুষ্ঠানে ঐক্যফ্রন্ট নেতাদের উপস্থিতিতে এ ঘোষণা দেন।

গত শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় কাদের সিদ্দিকী বলেছিলেন, জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়া না–দেওয়ার বিষয়ে আজ সোমবার নিজের সিদ্ধান্তের কথা জানাবেন। সে অনুযায়ীই আজকের ঘোষণা এলো।

বিকল্পধারার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরীর প্রতি আহ্বান জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, আশা করি আগামী ডিসেম্বরে আপনিও আমাদের সাথে আসবেন।

তিনি বলেন, এখন সংযত ভাষায় কথা বলতে শুরু করেছে সরকার। আমরা এটাই চেয়েছিলাম। দেশের মানুষ আজ মুক্তি চায়। আমরা একটু সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। এই লক্ষ্যেই আমি ড. কামাল হোসেনের সাথে একাত্মতা ঘোষণা করলাম। আমি এই মুহূর্ত থেকে ঐক্যফ্রন্টের অংশ।

Exit mobile version