Site icon Jamuna Television

বেনজীরের চার ফ্ল্যাটে প্রবেশ করতে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ

ফাইল ছবি।

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানদের নামে রাজধানীর গুলশানে থাকা ৪টি ফ্ল্যাটে প্রবেশ করতে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (৩০ জুন) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন।

এর আগে, গত বৃহস্পতিবার (২৭ জুন) দুর্নীতি দমন কমিশনের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ আদালতে এই আবেদন করেন।

আবেদনে বলা হয়, বেনজীর ও তার স্ত্রীর কাছে ফ্ল্যাটগুলোর চাবি রয়েছে। এছাড়া, ভবনের রিসিপসনিষ্ট ওই ভবনে তারা থাকেন না বলেও জানান। এসব ফ্ল্যাটগুলো ভাড়া দিতে গেলে তা খুলতে হবে। এছাড়া ফ্ল্যাটগুলোর সার্ভিস চার্জ ও অন্যান্য বিলের বিষয়ও রয়েছে। ফ্ল্যাটে থাকা মালামালের তালিকা করতে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রয়োজন।

আবেদনে আদালতের কাছে এমন পরিস্থিতিতে ফ্ল্যাটগুলোতে রিসিভারের প্রবেশ ও জায়গা পরিমাপ করে ভাড়া নির্ধারণের আদেশও চাওয়া হয়।

/আরএইচ

Exit mobile version