Site icon Jamuna Television

বন্যার কবলে চীনের গুইঝো, জরুরি অবস্থা জারি

বন্যায় প্লাবিত হুবেই প্রদেশের একটি স্থান। ছবি: জিনহুয়া

ভারী বৃষ্টিপাতের কারণে আবারও ভয়াবহ বন্যার কবলে পড়েছে চীনের গুইঝো প্রদেশ। জারি হয়েছে জরুরি অবস্থা। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। আজ রোববার (৩০ জুন) এ তথ্য দিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশটিতে শুক্রবার (২৮ জুন) থেকে শুরু হয়েছে টানা বৃষ্টিপাত। ২ দিনের বৃষ্টিতে তৈরি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। শিবিং কাউন্টিতে বেড়ে গেছে উয়াং নদীর পানি। প্লাবিত হয়েছে আশেপাশের নিচু এলাকাগুলো। তলিয়েছে বাড়িঘর ও রাস্তাঘাট।পানিবন্দি হাজার হাজার মানুষ।

ভূমিধসও হয়েছে বিভিন্ন অঞ্চলে। উপড়ে পড়েছে বহু গাছপালা। তীব্র পানির তোড়ে ভেসে গেছে ছোট ছোট ঘরবাড়ি। বিধ্বস্ত গুরুত্বপূর্ণ অনেক সড়ক। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ব্যহত হচ্ছে উদ্ধার অভিযান।

/এএম

Exit mobile version