Site icon Jamuna Television

চলতি কোপায় এখন পর্যন্ত শাস্তি পেলেন তিন আর্জেন্টাইন কোচ

প্রথমার্ধের বিরতির পর দল দেরিতে মাঠে আসায় শাস্তি পেলেন ফার্নান্দো বাতিস্তা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম‍্যাচে ডাগআউটে থাকতে পারবেন না ভেনেজুয়েলার এই কোচ। কোপা আমেরিকার চলতি আসরে শাস্তি পাওয়া তৃতীয় কোচ বাতিস্তা। অপর দুজন হলেন আর্জেন্টিনার লিওনেল স্কালোনি ও চিলির রিকার্দো গারেকা। মজার ব্যাপার হলো এরা তিনজনই আর্জেন্টাইন।

সোমবার (১ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় টেক্সাসের কিউটু স্টেডিয়ামে জ‍্যামাইকার মুখোমুখি হবে ভেনেজুয়েলা। ম‍্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাতিস্তার শাস্তি নিয়ে কথা বলেন দলটির সহকারী কোচ লেয়ান্দ্রো কুফরে। তিনি বলেন, বাতিস্তা খুবই ব‍্যথিত। কারণ, তিনি দলকে নেতৃত্ব দিতে পারবেন না। তবে আমরা এই সিদ্ধান্তকে সম্মান জানাই। তিনি আরও বলেন, নিজেদের সেরা দল নামানোর কথাই আমাদের ভাবতে হবে। কারণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব‍্যাপার হচ্ছে কাল একটা ভালো ফল পাওয়া

উল্লেখ্য, গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে টানা দুই জয় পেয়েছে ভেনেজুয়েলা। ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে নকআউট পর্ব। এক্ষেত্রে শেষ ম‍্যাচে হার এড়ালেই তারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

/এমএইচআর

Exit mobile version