Site icon Jamuna Television

কবরস্থান থেকে উদ্ধার একশ বস্তা ভারতীয় চিনি!

সুনামগঞ্জ করেসপনডেন্ট:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার টাঙ্গুয়ার হাওরপাড়ের রূপনগর গ্রামের কবরস্থান থেকে ১০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ জুন) বিকেল সাড়ে পাঁচটায় বংশীকুন্ডা ইউনিয়নের বেরবেরী হাওরের কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এই চিনি উদ্বার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সাকিন বেরবেরী হাওরের পাশের একটি কবরস্থানে অভিযান পরিচালনা করা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে কবরস্থানে পরিত্যক্ত অবস্থায় ত্রিপল দিয়ে ঢাকা ১শ’ বস্তা চিনি পাওয়া যায়। তবে অভিযানের সময় কাউকে পাওয়া যায়নি।

সুনামগঞ্জের মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাওরের একটি কবরস্থান থেকে একশ বস্তা চিনি উদ্বার করা হয়। চিনি জব্দ করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এএম

Exit mobile version