Site icon Jamuna Television

কোরিয়ার কর্মকর্তাদের বুকপকেটে কিমের ‘কোট পিন’

ব্লেজারের বুকপকেটের ওপর যুক্ত দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের ছবি সম্বলিত কোট পিন। উত্তর কোরিয়ার কর্মকর্তাদের দেখা গেলো এমন পোশাকে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রোববার (৩০ জুন) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএতে প্রকাশ করা হয়েছে ছবিগুলো। ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার দশম বৈঠকে নেতাদের এমন কোট পিন পরতে দেখা গিয়েছে। যেখানে দেশের পতাকার সঙ্গে মিলিয়ে লাল রঙের মাঝে বসানো হয়েছে কিম জং উনের ছবি।

সম্প্রতি, নিয়মিত এসব কোট পিন ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে উত্তর কোরিয় কর্মকর্তাদের। ধারণা করা হচ্ছে, নিজের অবস্থান আরও শক্তভাবে তুলে ধরতেই ব্যতিক্রমী এই পদক্ষেপ নিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম।

/এএম

Exit mobile version