Site icon Jamuna Television

ইসরায়েলে আল্ট্রা অর্থডক্স ইহুদিদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ

দখলকৃত জেরুজালেমে আবারও ব্যাপক বিক্ষোভ করেছে ইসরায়েলের আল্ট্রা অর্থডক্স ইহুদিরা। পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে তাদের। বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগদানে সুপ্রীম কোর্টের নির্দেশের প্রতিবাদে রাস্তায় নামেন অর্থডক্স ইহুদিরা।

রোববার, প্রতিবাদ মিছিলে অংশ নেন হাজারও কট্টর অর্থডক্স। তীব্র প্রতিবাদ জানান নেতানিয়াহু প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে। এ সময় তাদের হাতে ছিল সরকার বিরোধী স্লোগানের বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার।

বিক্ষোভ দমনে জলকামান ছোড়ে পুলিশ। সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীদের সাথে। কট্টর অর্থডক্স ইহুদিরা ধর্মপ্রাণ এবং ধর্মপ্রচারক হওয়ায় ইসরায়েলি সেনাবাহিনীতে যোগদান করা তাদের জন্য বাধ্যতামূলক নয়। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামুলক করা হয়েছে।

/এটিএম

Exit mobile version