Site icon Jamuna Television

ফ্রান্সে প্রথম দফার ভোটে জয়ের পথে কট্টর ডানপন্থীরা

গতকাল ফান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এতে জয় লাভ করতে চলেছে মেরিন লে পেনের ন্যাশনাল র‍্যালি (আরএন)। নির্বাচনে প্রায় ৩৪ শতাংশ ভোট পেয়ে জয় পেতে যাচ্ছে দলটি। সোমবার (১ জুলাই) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্রথম ধাপে জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র‍্যালি (আরএন)। তবে চূড়ান্ত ফলাফলের জন্য আগামী সপ্তাহের দ্বিতীয় দফার (৭ জুলাই) নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। 

অন্যদিকে, ২৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থান পেতে যাচ্ছে বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট। আর প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাকরনের এনসেম্বল জোট ২১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হতে যাচ্ছে।

/এআই

Exit mobile version