Site icon Jamuna Television

নেইল পলিশ অনৈসলামিক, নারীদের মেহেদি ব্যবহারের পরামর্শ দেওবন্দের

মুসলিম নারীদের জন্য ফতোয়া জারি করলো ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ৷ প্রতিষ্ঠানটির ফতোয়া বোর্ডের সদস্য মুফতি ইশরার নারীদের হাতে নেইল পলিশ লাগানোকে অনৈসলামিক বলে এর পরিবর্তে মেহেদি ব্যবহার করা উচিত বলেছেন৷

এর আগেও মুসলিম মহিলাদের জন্য দারুল উলুম বেশ কিছু ফতোয়া জারি করেছিলো৷ সম্প্রতি, মুসলিম মহিলাদের আইব্রো (ভ্রূ সুন্দর করে তোলা) করার বিরুদ্ধেও ফতোয়া জারি করে দেওবন্দ৷ আইব্রো করা বা চুল কেটে ছোট করাকে ইসলাম বিরোধী বলেছিলো প্রতিষ্ঠানটি।

শুধু তাই নয়, বাজারে বা দোকানে গিয়ে রক্তের সম্পর্ক নয় এমন অপরিচিত পুরুষের মাধ্যমে (বিক্রেতাও হতে পারে) চুড়ি পরাকেও অপরাধ বলেছিলেন মুফতি ইশরার।

ইসলামি শরিয়ত অনুযায়ী, যে পুরুষের সঙ্গে রক্ত বা বিয়ের সম্পর্ক নেই, সেই পুরুষের থেকে পর্দার আডা়লে থাকতে বলা হয়েছে মুসলিম মহিলাদের৷ আর তারই ভিত্তিতে ফতোয়া জারি করেন দারুল উলুম দেওবন্দ৷

Exit mobile version