Site icon Jamuna Television

২০২৩-২৪ অর্থবছর: শেষদিনে ব্লক মার্কেটে বড় লেনদেন

২০২৩-২৪ অর্থবছরের শেষদিনে পুজিবাজারে তালিকাভুক্ত বেশিরভাগ কোম্পানির হিসাব ব্লক মার্কেটের লেনদেনে ভর করেছে। গতকাল রোববার (১ জুলাই) দুই শেয়ারবাজারে ১ হাজার ৩০০ কোটি টাকার বেশি মূল্যের শেয়ার কেনাবেচা হয়। সাম্প্রতিক সময়ে এ লেনদেন অনেক বেশি। এছাড়া, জুনের শেষ দুই সপ্তাহে ব্লক মার্কেটে বড় অঙ্কের শেয়ার কেনাবেচা হতে দেখা গেছে।

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭১২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এর মধ্যে ৪১ শতাংশ হয়েছে ব্লক মার্কেট। শেষ আধা ঘণ্টায় এ বাজারে ২৮৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়।

উল্লেখ্য, ব্লক মার্কেট হলো বড় অঙ্কের শেয়ার লেনদেনের আলাদা ব্যবস্থা। যেখানে ৫ লাখ টাকার কম লেনদেন হয় না।

আর চট্টগ্রামকেন্দ্রিক শেয়ারবাজার সিএসইতে ৬২৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এর মধ্যে ব্লক মার্কেটেই কেনাবেচা হয়েছে ৯৯ শতাংশ। সিএসইতে সাধারণ বিনিয়োগকারীদের বাজারে মাত্র ৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

/এমএন

Exit mobile version