Site icon Jamuna Television

দুই ফিলিস্তিনিকে অর্ধনগ্ন করে জিপের সামনে বেঁধে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযানের সময় আহত দুই ফিলিস্তিনিকে জোরপূর্বক সেনাবাহিনীর জিপের বনেটে (ইঞ্জিনের ওপরের অংশ) বেঁধে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। সোমবার (১ জুলাই) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ওই দুই ফিলিস্তিনি বিবিসিকে নিজেদের সেই মুহূর্তের অভিজ্ঞতার কথা বলেছেন। তারা বলেছেন, জিপের বনেটের ওপর তোলার পর ইসরায়েলি সেনারা তাদের একটি গ্রামের রাস্তা ধরে চালিয়ে নিয়ে যায়। কখনো কখনো জিপটি দ্রুতগতিতে চালানো হয়, আবার কখনো ধীরে ধীরে।

গত সপ্তাহে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা আন্তর্জাতিক ক্ষোভের জন্ম দিয়েছে। এরপর চাপে পড়ে মুখ খুলে ইসরায়েলের সেনাবাহিনী। এক বিবৃতিতে জানায়, আহত ফিলিস্তিনিকে এভাবে গাড়ির সামনে বেঁধে রেখে তাদের সেনারা প্রটোকল ভেঙেছে।

ওই দুইজন ফিলিস্তিনি হলেন, ২৩ বছর বয়সী মুজাহিদ আবাদি বালাস ও ২৫ বছর বয়সী সামির দাবায়া। জেনিনের হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সামির জানান, জাবারিয়াত অপারেশনের সময় ইসরায়েলি বাহিনীর তাকে পিঠে গুলি করে। কয়েক ঘন্টা মাটিতে পড়ে থাকার পর সৈন্যরা লক্ষ্য করে বেঁচে আছে কি না, তারপর বন্দুক দিয়ে আবার মারধর করে। অনেকক্ষণ পর ইসরায়েলি সৈন্যরা তাকে জিপে তোলে।

সিসিটিভিতে দেখা যায় জিপের বনেটের সামনে অর্ধনগ্ন করে সামিরকে নিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। ছবি: বিবিসি নিউজ।

/এআই


Exit mobile version