Site icon Jamuna Television

ভারতের সাথে চুক্তির বিষয়ে আ. লীগ কখনো সত্য বলে না: মির্জা ফখরুল

বাংলাদেশের অভ্যন্তরে রেল চলবে, তাতে দেশের কোনো ক্ষতি হবে না, এটি বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১ জুলাই) বিকেলে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, ভারতের সাথে চুক্তির বিষয়ে আওয়ামী লীগ কখনো দেশের মানুষকে সত্য বলে না।

সরকারের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, বিএনপি দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করছে না। অবৈধ সরকারই দেশবিরোধী চক্রান্ত অব্যহত রেখেছে। এই সরকারই দেশকে একটি ব্যর্থ্য রাষ্ট্রে পরিণত করেছে।

এর আগে, দুপুরে রেল ইস্যুতে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, ভারতই শুধু বাংলাদেশের রেলপথ ব্যবহার করবে না; বাংলাদেশও তাদের রেলপথ ব্যবহার করবে। নেপাল-ভুটানও এই রেলপথ ব্যবহার করবে। এই আঞ্চলিক যোগাযোগের ফলে বাংলাদেশ লাভবান হবে বলেও মন্তব্য করেন তিনি।

/এনকে

Exit mobile version