Site icon Jamuna Television

জুনে প্রবাসী আয় এলো ২৫৪ কোটি ডলার, ৪৭ মাসে সর্বোচ্চ

জুনে দেশে রেমিট্যান্স এসেছে ২৫৪ কোটি ২০ লাখ ডলার। যা গত ৪৭ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে করোনার সময় ২০২০ সালের জুলাইয়ে ২৫৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। আর গত মাসে প্রবাসী আয় বেড়েছে ২৯ কোটি ডলার। আজ সোমবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী অর্থবছরে প্রবাসী আয় এসেছে ২ হাজার ৩শ’ ৯১ কোটি ডলার। যা গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ এবং এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স আসে ২ হাজার ৪শ’ ৭৭ কোটি ডলার। যা এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ।

করোনার সময় হুন্ডি বন্ধে হয়ে যাওয়ায় বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে বাধ্য হয় প্রবাসীরা। যার ইতিবাচক প্রভাব পড়ে প্রবাসী আয়ে। এরপর ২০২১-২২ অর্থবছরে ২১.০৩ বিলিয়ন ডলার এবং ২০২২-২৩ অর্থবছরে আসে ২১.৬১ বিলিয়ন ডলারের রেমিট্যান্স।

দেশে ডলার সংকটের সময় প্রবাসী আয় বৃদ্ধির বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ডলার দাম বৃদ্ধি এবং ব্যাংকের সাথে খোলার বাজারে ডলারের দামের পার্থক্য কমে আসায় বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।

/এমএন

Exit mobile version