Site icon Jamuna Television

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৫১

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১৭ জন ভর্তি হয়েছেন। এর বাইরে চট্টগ্রাম বিভাগে ১৭ জন, ঢাকা বিভাগে ৮ জন, বরিশাল বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ২ জন, রংপুর বিভাগে ২ জন এবং ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ১ জন করে রোগী ভর্তি হয়েছেন। এদিকে সোমবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ২১৮ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ১১৩ জন এবং ঢাকার বাইরে ১০৫ জন ভর্তি ছিলেন।

প্রসঙ্গত, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ হাজার ৭০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৫ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী। এদের মধ্যে ২৫ জন নারী ও ২০ জন পুরুষ।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

/আরএইচ

Exit mobile version