Site icon Jamuna Television

সাঙ্গু নদীতে নৌকাডুবে দুই স্কুলশিক্ষার্থী নিখোঁজ

ফাইল ছবি: সাঙ্গু নদী।

বান্দরবান করেসপনডেন্ট:

বান্দরবানের থানচি উপজেলায় সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন স্কুলশিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। সোমবার (১ জুলাই) বেলা ১২টার দিকে থানচি বাজারে যাওয়ার পথে পদ্ম ঝিরি নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন, তিন্দু ইউনিয়নের হরিশচন্দ্র পাড়ার মুতিজন ত্রিপুরার মেয়ে শান্তিরানী ত্রিপুরা ও একই এলাকার নিলাপ্রু ত্রিপুরার মেয়ে ফুলবানি ত্রিপুরা। এদের মধ্যে শান্তিরানী চতুর্থ শ্রেণী ও ফুলবানি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, সোমবার সকালে ওই দুই ছাত্রীসহ ছয়জন নৌকাযোগে থানচি বাজারের যাচ্ছিলেন। এ সময় পদ্ম ঝিরি এলাকায় পৌঁছলে নৌকাটি ডুবে যায়। পরে বাকিরা সাঁতরে পাড়ে উঠলেই দুই শিক্ষার্থী নিখোঁজ হন। এরপর নৌকাডুবির স্থান ও আশপাশের এলাকায় খোঁজাখোঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, ওই দুই শিক্ষার্থী থানচির একটি স্কুলের শিক্ষার্থী। আগামীকাল মঙ্গলবার (২ জুলাই) তাদের স্কুল খুলবে। তাই তারা সোমবার থানচিতে যাচ্ছিলেন।

/আরএইচ

Exit mobile version