Site icon Jamuna Television

‘বেতন নেই তো কাজ নেই’ স্লোগানে স্যামসাং কর্মীদের ধর্মঘট

ন্যায্য বেতনের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড ও মাইক্রোচিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাংয়ের কর্মীরা। সোমবার (১ জুলাই) সামাজিক মাধ্যম ইউটিউবে এক ভিডিওবার্তায় এ ঘোষণা দেন ওয়ার্কার ইউনিয়নের প্রেসিডেন্ট সন উ মক।

তিনি জানান, চলতি মাসের ৮ তারিখ থেকে এ ধর্মঘট শুরু হবে। ন্যায্য বেতন, কর্মক্ষমতাভিত্তিক বোনাস ও বার্ষিক ছুটি একদিন বাড়ানোর দাবিতেই এ ধর্মঘট পালন করবেন স্যামসাং কর্মীরা। সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

‘বেতন নেই তো কাজ নেই’ এই স্লোগানে কর্মবিরতি পালন করবেন তারা। এর আগে, গত মাসেও ন্যায্য বেতন না দেয়ার অভিযোগে অফিস থেকে একযোগে বেরিয়ে যান ইউনিয়নের ২৮ হাজার কর্মী। একদিন কর্মবিরতি পালন করেন। তবে এসব ইস্যুতে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি স্যামসাং কর্তৃপক্ষ।

/এমএইচ

Exit mobile version