Site icon Jamuna Television

খাগড়াছড়িতে পাহাড়ধস, ঢাকা–চট্টগ্রাম সড়ক যোগাযোগ বন্ধ

খাগড়াছড়ির মাটিরাঙ্গার সাপমারা এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সড়ক পথে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আটকা পড়েছে বহু যানবাহন। মঙ্গলবার (২ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। 

আটকা পড়া যাত্রীরা জানান, সকালে সাপমারা এলাকায় পাহাড়ের মাটি ধসে যাওয়ায় অনেকক্ষণ ধরে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের মাটি সরানোর কাজ করছে ফায়ার সার্ভিস। 

এদিকে টানা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়িতে পানি বেড়ে প্লাবিত হচ্ছে তীরবর্তী কয়েকটি এলাকা। এদিন ভোর ৬ টার দিকে জেলা শহরের মুসলিম পাড়ার একাংশ, কল্যাণপুর, মেহেদিবাগ, উত্তর ও দক্ষিণ গঞ্জপাড়া, শান্তিনগর ও বাঙ্গালকাটির একাংশ এলাকায় পানি ঢুকে।

পানি বৃদ্ধির ফলে এসব এলাকার ঘর বাড়িতে পানি ঢুকে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার। কেউ কেউ নিরাপদ আশ্রয়কেন্দ্রে গেলেও এখনও পানিবন্দি বেশিরভাগ মানুষ বাসাবাড়িতেই অবস্থান করছেন।

এদিকে, মাইনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে দীঘিনালা উপজেলার মেরুং ও কবাখালী। এসব এলাকার সড়ক যোগাযোগও বন্ধ হয়ে গেছে।

/এমএইচ

Exit mobile version