Site icon Jamuna Television

মাতৃত্বের গোপনীয়তায় হস্তক্ষেপ না করার অনুরোধ ‘গোপী বাহু’ দেবলীনার

‘সাথ নিভানা সাথিয়া’তে গোপীর চরিত্রে অভিনয় করে বেশ আলোচনায় আসেন দেবলীনা ভট্টাচার্য। বিশেষ করে, ল্যাপটপ পানি দিয়ে ধোঁয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যাপক ভাইরাল হয়। সম্প্রতি গুঞ্জন উঠেছে মা হতে চলেছেন তিনি। এবার এমন গুজবে নীরবতা ভাঙলেন তিনি।

সম্প্রতি ‘বিগ বস ১৩’ খ্যাত এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি তার গোপনীয়তায় হস্তক্ষেপ না করার জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছেন।

মূলত দেবলীনার একটি ছবি প্রকাশ্যে আসে। যেখানে তাকে সমুদ্রের তীরে সাদা পোশাকে দেখা যায়। এ ছাড়াও, তার শারীরিক গঠন দেখে অনেকেই অনুমান করছেন যে, তিনি অন্তঃসত্ত্বা। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানাননি অভিনেত্রী।

/এআই

Exit mobile version