Site icon Jamuna Television

৫শ’ কোটির ক্লাবে ‘কল্কি’

সম্প্রতি মুক্তি পেয়েছে প্রভাস-দীপিকার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কল্কি’। হিস্টরিকাল মভিটি মুক্তির পর মাত্র চারদিনেই ৫০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে। মঙ্গলবার (২ জুলাই) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মেগা বাজেটের এই সিনেমায় অভিনয় করছেন কমল হাসান, অমিতাভ বচ্চনদের সঙ্গে কলকাতার শাশ্বত চট্টোপাধ্যায়ও।

বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী, সারা বিশ্বে ৫০০ কোটিরও বেশি ব্যবসা করেছে ‘কল্কি’। পয়লা সপ্তাহেই ভারত থেকে ৩০০ কোটি টাকা ব্যবসা করেছে এটি। এর আগে, অগ্রিম বুকিংয়ে ৫৫ কোটির ব্যবসা করে বক্স অফিসে ঝড় তোলার আভাস দিয়েছিল ‘কল্কি’।

/এআই

Exit mobile version