Site icon Jamuna Television

বৃষ্টির পর ভারতের রাস্তায় কুমির

কুমিরের বসবাস নদী কিংবা খালে। তবে সেই কুমির যখন রাস্তায় উঠে আসে তখন সেটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। এমনই এক অদ্ভুত কাণ্ড ঘটেছে ভারতে। পিচঢালা রাস্তায় মনের আনন্দে হেটে বেড়াচ্ছে একটি কুমির। মঙ্গলবার (২ জুলাই) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম উইয়ন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের উপকূলীয় জেলা রত্নাগিরিতে রাস্তায় কুমির হাঁটার দৃশ্য মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, ভারী বৃষ্টির পর চিপলুনের রাস্তায় কুমিরটিকে হাঁটতে দেখে যাত্রীরা ভিডিও করে।

কুমিরটি নিকটবর্তী শিব নদী থেকে উঠে এসেছে বলে সন্দেহ করছে স্থানীয়রা। শিব নদী মূলত কুমিরের আবাসস্থল হিসেবেও পরিচিত। নোনা জল এবং ঘড়িয়াল কুমির ব্যতীত এটি ভারতের তিনটি কুমির প্রজাতির মধ্যে একটি।

/এআই

Exit mobile version