Site icon Jamuna Television

কোপায় সকালে কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

ফাইল ছবি

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ আটে নিজেদের টিকিয়ে রাখতে বুধবার (২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে নামবে সেলেসাওরা।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার সাথে গোলশূন্য ড্র করে ব্রাজিল। এতে খানিকটা বিপাকে পড়ে যায় জুনিয়র দারিভালের দল। নিজেদের ২য় ম্যাচ প্যারাগুয়ের সাথে ৪-১ গোলের বিশাল জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে থেকে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন জিইয়ে রাখে ভিনিসিয়াসরা।

কাগজকলমে শিরোপা জয়ের অন্যতম ফেভারিটও সেলেসাওরা। নেইমারবিহীন এই দলের মূল ভরসা রিয়াল মাদ্রিদে খেলা তিন ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো আর তরুন এনড্রিক।

অন্যদিকে, একই গ্রুপে কলম্বিয়া সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। ১৫ বারের মুখোমুখি লড়াইয়ে ৭ বার জয় পেয়েছে ব্রাজিল। বিপরীতে কলম্বিয়ার জয়টি দুটিতে।

/এনকে

Exit mobile version