Site icon Jamuna Television

ধর্ষণ মামলায় জামিন পেয়েই ভুক্তভোগীর নামে মামলার আবেদন সাবেক ছাত্রলীগ নেতার

ধর্ষণ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েই ভুক্তভোগী নারীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন সাবেক ছাত্রলীগ নেতা ফুয়াদ হোসেন শাহাদাত। মঙ্গলবার (২ জুলাই) সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন তিনি।

বাদির জবানবন্দি গ্রহণ করে এবং দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনা করে কোনো সত্যতা না মেলায় পরে মামলাটি খারিজ করে দিয়েছেন সাইবার আদালতের বিচারক এএম জুলফিকার হায়াত।

এর আগে, সোমবার (১ জুলাই) ধর্ষণ মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফুয়াদ হোসেন শাহাদাতকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। গত ২৭ জুন ফুয়াদ হোসেন শাহাদাতের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন একই সংগঠনের সাবেক এক নেত্রী।

ইডেন কলেজের সাবেক ওই ছাত্রীর অভিযোগ, কক্সবাজারে একসঙ্গে ঘুরতে গিয়ে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। এরপর একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয়। ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন তিনি।

/এনকে

Exit mobile version