Site icon Jamuna Television

গাজায় আরও দুই ইসরায়েলি সেনার মৃত্যু

গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধের মুখে প্রাণ হারিয়েছে আরও দুই ইসরায়েলি সেনা। মঙ্গলবার (২ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

নিহত দুই সেনা হচ্ছেন, ইয়াল আভনিয়ন (২৫) ও নাদাভ নোলার (৩০)। এদের মধ্যে, নোলার অষ্টম রিভার্স বিগ্রেডের প্লাটুন সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। আর ইয়াল একই বিগ্রেডের ডেপুটি কমান্ডার হিসেবে ছিলেন।

গাজায় স্থল অভিযান শুরুর পর, এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩২২ ইহুদি সেনার। এছাড়া, ৭ অক্টোবরের পর প্রাণ গেছে দেশটির সামরিক বাহিনীর ৬৭৪ সদস্যের।

এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, গত রবি থেকে সোম- এ দুইদিনে অন্তত ৪৪ সেনা আহত হয়েছে। এদের মধ্যে ১৪ জন গাজায় হামলার শিকার হয়েছেন। যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত আহত হয়েছে ৪ হাজারের বেশি সেনা। স্থল অভিযানে হামলার স্বীকার হয়েছেন ২ হাজার ৩২ জন।

/এনকে

Exit mobile version