Site icon Jamuna Television

দক্ষিণ কোরিয়ায় গাড়ি চাপায় প্রাণহানি ৯ পথচারীর

ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। মারা গেছে ৯ জন। এতে আহত হয়েছেন আরও ৪ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (১ জুন) স্থানীয় সময় রাতে হয় এ দুর্ঘটনা। পুলিশ জানায়, সবুজ বাতি দেখে রাস্তা পার হচ্ছিলেন কিছু পথচারী। এমন সময় ভুল লেন থেকে এসে তাদের গায়ে উঠে পড়ে গাড়িটি। ঘটনাস্থলেই প্রাণ যায় ৯ জনের।

প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, রাস্তার ওপর পড়ে থাকা নিথর মানুষগুলোকে বাঁচাতে প্রাথমিক চিকিৎসা হিসেবে সিপিআর দিতে শুরু করেন এক পুলিশ সদস্য। ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে। তবে কাউকে আটক করা হয়েছে কিনা এ বিষয়ে প্রকাশ করা হয়নি কোনো তথ্য।

এটিএম/

Exit mobile version